২৩ জানুয়ারি, ২০২১ ১৯:০৪

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থায় বিসিবির ক্রিকেট সামগ্রী হস্তান্তর

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থায় বিসিবির ক্রিকেট সামগ্রী হস্তান্তর

কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে ক্রিকেট সামগ্রী প্রদান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার বিকালে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামে এসব সামগ্রী হস্তান্তর করেন বিসিবির পরিচালক অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।

কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ শামীম আলম এসব সামগ্রী গ্রহণ করে বিসিবিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, এর মাধ্যমে এখানকার ক্রিকেটাররা অনেক উপকৃত হবে এবং তারা অনেক দূর এগিয়ে যাবে। তাদের স্বপ্ন বাস্তবায়িত হবে। এখান থেকেই তৈরি হবে মাশরাফি, সাকিব, মুস্তাফিজসহ আন্তর্জাতিক মানের ক্রিকেটার। 

বিসিবির পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেন, বিসিবি কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থাকে শুধু ক্রিকেট সামগ্রীই দেয়নি, শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামকে জাতীয় মানের স্টেডিয়াম হিসেবে ঘোষণা দিয়েছে। এখানে জাতীয় পর্যায়ের খেলাধুলা হবে। যুবক ও তরুণরা খেলাধুলার দিকে মনোযোগী হলে তারা বিপথে যাবেনা। এজন্যে ক্রীড়ামোদীদেরকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, বিসিবি প্রদত্ত সামগ্রির মধ্যে রয়েছে একটি রোলার, স্কোর বোর্ড একটি, তিনটি ঘাস কাটার যন্ত্র, দু'টি ম্যাট, রান আপ কভার দু'টি, দু'টি পিচ ও দু'টি পিচ কভার। হস্তান্তর অনুষ্ঠানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসউদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মোস্তফা, জেলা ক্রীড়া কর্মকর্তা আল আমীন ও জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

 

বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর