২৩ জানুয়ারি, ২০২১ ১৯:২৪

'বাঙালী জাতির আত্মপরিচয় মুছে দিতেই জাতির জনককে হত্যা'

জামালপুর প্রতিনিধি:

'বাঙালী জাতির আত্মপরিচয় মুছে দিতেই জাতির জনককে হত্যা'

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার মাটিতে জন্ম নিয়েছেন বলেই বাংলাদেশের জন্ম হয়েছে। জাতির জনকের কারণেই আমরা বাঙালী জাতি হিসেবে নিজের পরিচয় দিতে পারছি, বাংলাদেশি হিসেবে গর্ববোধ করছি। কিন্তু ১৯৭৫’র ১৫ই আগষ্ট জিয়াউর রহমানের মদদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে হত্যার মধ্যদিয়ে বাঙ্গালী জাতির আত্মপরিচয় মুছে দিতে এদেশে স্বাধীনতা বিরোধীদের প্রতিষ্ঠিত করা হয়েছে। 

মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে শনিবার সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আজম আরো বলেন, জাতির জনকের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালী জাতির আত্মপরিচয় ফিরিয়ে আনতে রাষ্ট্রীয় ক্ষমতায় এসেই বঙ্গবন্ধু হত্যাসহ স্বাধীনতা বিরোধীদের বিচার কাজ শুরু করেন। ইতিমধ্যেই বঙ্গবন্ধুর হত্যাকারীদেরসহ স্বাধীনতা বিরোধীদের বেশ কয়েকজনের সাজা কার্যকর করা হয়েছে এবং বাকি আসামীদের সাজা কার্যকরের প্রক্রিয়া চলমান রয়েছে। 

সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের সেঙ্গুয়া বাজার মাঠে আয়োজিত জনসভায় সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহমেদ চৌধুরী, তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এমপি, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানু, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ। 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর