নেত্রকোনার মোহনগঞ্জে বাসার ছাদ থেকে পড়ে গিয়ে কলেজ শিক্ষকের স্ত্রী ফয়জুন্নাহার খানম প্রিয়া (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহতের স্বামী আহম্মদ আল মহসীন (মিথুন) মোহনগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক।
রবিবার বিকেল ৪টার দিকে উপজেলার পৌর এলাকার আল মবিন রোডে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, রবিবার বিকেলে ফয়জুন্নাহার তাদের নির্মাণাধীন চারতলা ভবনের তিন তলার ছাদে শুকাতে দেয়া বড়ই আনতে যান। এ সময় ছাদের একপার্শ্বে গিয়ে অসমাপ্ত ওয়ালে ভর করলে ওয়াল ভেঙ্গে নিছে পড়ে যান তিনি। পরে পরিবারের লোকজন তাকে মোহনগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
আহম্মদ আল ফরহাতুল ইয়াদ নামে নিহতের ৩ বছরের এক ছেলে সন্তান রয়েছে।
এ ব্যাপারে মোহনগঞ্জ থানার ওসি মো. আব্দুল আহাদ খান সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। পরে করণীয় ঠিক করা হবে।
বিডি প্রতিদিন/এ মজুমদার