মোংলা শহরতলীর জয় বাংলা এলাকায় ইপিজেডে কর্মরত এক নারী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ধর্ষণের শিকার ওই নারী থানায় মামলা দায়ের করার পর আসামি রুবেল তালুকদার (৩৪)-কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ ফেব্রুয়ারী) রুবেল তালুকদাকে পুলিশ বাগেরহাটের আদালতে পাঠালে বিচারক তাকে কারাগারে পাঠিয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা মোংলা থানার ওসি তুহিন মন্ডল (তদন্ত) জানান, মোংলা পৌরসভাধীন জয় বাংলা এলাকার ২৩ বছরের ওই নারীর স্বামী বিদেশে থাকে। স্বামী ওই নারীর কোন খোঁজ খবর না রাখায় সে মোংলা ইপিজেডে শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করে আসছে। গত ২২ জানুয়ারী ওই নারী কাজ শেষ করে রাত ৯ টার দিকে বাড়ি ফেরার পথে মোংলা মামার ঘাঁট এলাকায় আসলে একই এলাকার বখাটে যুবক রুবেল তালুকদার তাকে হোটেলে নিয়ে নাস্তা খাওয়ানোর এক পর্যায়ে কৌশলে খাবারের সাথে নেশা জাতীয় কিছু খাইয়ে দেয়। এরপর ওই নারীকে ভ্যান যোগে লম্পট যুবক তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। পরদিন ভোরে ধর্ষক যুবক ধর্ষিতা নারীকে অন্য এক ব্যক্তির সাথে গাড়িতে ওঠিয়ে দিলে ওই ব্যক্তি তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।
তিনি আরও জানান, গত ৩১ জানুয়ারী দুপুরে ধর্ষণের শিকার ওই নারীকে কে বা কারা মোংলা-খুলনা মহাসড়কের কাটাখালী নামক স্থানে ফেলে যায়। পরে ধর্ষণের শিকার ওই নারী তার মাকে মোবাইল ফোনে খবর দিলে মা গিয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে মোংলায় নিয়ে আসে। এ ঘটনায় মঙ্গলবার (২ ফেব্রুয়ারী) রাতে ধর্ষণের শিকার ওই নারী মোংলা থানায় মামলা দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে ধর্ষক রুবেল তালুকদারকে গ্রেফতার করে বুধবার সকালে বাগেরহাট আদালতে পাঠায়। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ