বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার পোলেরহাট বাজারে শনিবার দুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। অগ্নিকাণ্ডে ৫ টি দোকান ভস্মিভূত হয়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বাজারের মামনু খানের লেপ তোষকের দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। স্থানীয়রা প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দীর্ঘ ১ ঘণ্টা চেষ্টা করে মোরেলগঞ্জ ও বাগেরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে শাহিন হাওলাদারের মুদি দোকান, মামুন খানের লেপ তোষকের দোকান, আলতাফ বেগের চায়ের দোকান, নজরুল শেখের জুতার দোকান ও সুভাষ শীলের সেলুন দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়।
ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ ইউনিটের স্টেশন অফিসার ইউনুছ আলী জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইসলাম ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন