অপহরণের তিন দিন পেরিয়ে গেলেও উদ্ধার হয়নি ফরিদপুরের সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের দুলাল মাতুব্বরের ডাঙ্গী গ্রামের রহিম বেপারীর শিশু পুত্র রোমান বেপারী (৪)।
শিশু পুত্রকে না পেয়ে তার বাবা-মা এখন দিশেহারা হয়ে পড়েছেন। এদিকে, সদরপুর থানা পুলিশ রহিম শেখ (৫০), আকবর (২৫) ও সজল (১৮) নামের তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
শিশুটির বাবা আব্দুর রহিম বেপারী জানান, আমি ঢাকায় দর্জির কাজ করি। গত বৃহস্পতিবার আমার শাশুড়ির মৃত্যুর সংবাদ শুনে গ্রামে আসি। পরে আমি স্ত্রী ও সন্তানকে নিয়ে চরবলাশিয়া ওয়াজউদ্দিন মাতুব্বরের ডাঙ্গী গ্রামে শ্বশুর বাড়িতে যাই। শুক্রবার বিকেলে আমার শিশু পুত্র রোমান বেপারীকে চিপস দেওয়ার কথা বলে কয়েকজন তাকে অপহরণ করে নিয়ে যায়। স্থানীয়রা বিষয়টি আমাকে জানালে আমি সদরপুর থানায় গিয়ে অভিযোগ করি।
অভিযোগের বিষয়টি নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই