ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহিদনগর ইউনিয়নের চরছাগলদী গ্রামে আগুনে পুড়ে ৮ মাসের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আগুনে একটি বসত ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে।
স্থানীয়রা জানান, কোদালিয়া শহিদনগর ইউনিয়নের চরছাগলদী গ্রামের সাইফুল শেখের স্ত্রী নার্গিস বেগম দুপুরে রান্না ঘরে রান্না করছিল। রান্নার একপর্যায়ে ভাত চুলায় দিয়ে নদীর ঘাটে পানি আনতে যায়। এসময় রান্না ঘর থেকে আগুন লেগে তা বসতঘরে ছড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে বসত ঘরের আসবাবপত্রসহ ঘরটি সম্পূর্ণ পুড়ে যায়। ঘরে থাকা সাইফুল শেখের ৮ মাসের শিশু পুত্র সায়েম আগুনে পুড়ে মারা যায়। খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে পুড়ে যাওয়া বাড়িতে গিয়ে ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতি প্রু, নগরকান্দা থানার ওসি সেলিম রেজা। শিশু সায়েম মারা যাওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন