গাজীপুরে নির্মাণাধীন দেওয়ালের নীচে চাপা পড়ে রাজমিস্ত্রির এক সহকারী নিহত হয়েছেন। তার নাম শামসুদ্দিন (৫৫)। তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের মাড়িয়ালী এলাকার মৃত শহর উদ্দিনের ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ওসি রফিকুল ইসলাম জানান, রবিবার দুপুরে গাজীপুর সিটি কর্পোরেশনের মাড়িয়ালী এলাকার জনৈক আলমাসের দোকান ঘর নির্মাণের কাজ করছিলেন শামসুদ্দিন। এসময় হঠাৎ নির্মাণাধীন ওই দোকানের একপাশের দেওয়াল ভেঙ্গে পড়ে। এসময় দেওয়ালের নীচে চাপা পড়েন শামসুদ্দিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে শামসুদ্দিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
বিডি প্রতিদিন/এ মজুমদার