বরগুনার পাথরঘাটায় একটি তক্ষকসহ রন্জন বারিক (৪৫) নামের একজনকে আটক করা হয়েছে। কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. ফাহিম শাহরিয়ার নেতৃত্বে আজ সন্ধায় উপজেলার মুন্সীরহাট ব্রিজ এলাকা থেকে রন্জন বারিককে আটক করে।
উদ্বারকৃত তক্ষকের ১৬.৪ ইঞ্চি। আটককৃত রন্জন বারিককে ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। তক্ষকটিকে বনবিভাগের নিকট হস্তান্তর করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার