ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোটের বান্নাঘর এলাকায় ট্রেনে কাটা পড়ে ওমরের নেছা (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার বিকেল আনুমানিক সোয়া ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ওমরের নেছা উপজেলার মক্রবপুর ইউনিয়নের বান্নাঘর গ্রামের আবদুর রহমানের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃদ্ধা ওমরের নেছা রেললাইন পার হওয়ার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মালবাহী ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হন। নাঙ্গলকোট রেল স্টেশন মাস্টার মাহমুদ হাছান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজিম উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। কোন অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন