কুমিল্লার তিতাস উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়নের চর রাজাপুর গ্রামে গৃহবধূকে গণধর্ষণের হুমকি দিয়ে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে রবিবার রাত আনুমানিক দেড়টার দিকে চর রাজাপুরের হাবিবুর রহমান বেপারী বাড়িতে।
সরেজমিনে গিয়ে জানা যায়, এসএস পাইপের গেইটের মালয়েশিয়ান তালাটি তরল জাতীয় কিছু দিয়ে খুলে ঘরের ভেতর প্রবেশ করে ডাকাত দল। দেশীয় অস্ত্রের মুখে ১২-১৫ জনের একটি ডাকাত দল ঐ বাড়িতে ডাকাতি করে।
অস্ত্রের মুখে সাইফুল ইসলামের স্ত্রী রোজিনা বেগমকে গণধর্ষণের হুমকি দিয়ে প্রতিটি কক্ষের তালা ভেঙ্গে জিনিসপত্র নিয়ে যায়।
এই বিষয়ে হাবিবুর রহমান হবি বলেন, ডাকাতরা ঘরে ঢুকে সকলের হাত, পা, মুখ দড়ি ও কস্টেপ দিয়ে বেঁধে ফেলে। ডাকাতদল ঘরে থাকা নগদ চার লক্ষ টাকা, সাতটি স্বর্ণের চেইন, চার জোড়া কানের দুল, দুইটি স্বর্ণের আংটি, চারটি বিদেশি মোবাইলফোন, একটি লেপটপ নিয়ে যায়। সব মিলিয়ে ১৭ লক্ষাধিক টাকার জিনিসপত্র নিয়ে যায়। রাম দা, ধারালো ছুরি ও কাওয়াল দিয়ে ভয় দেখিয়ে সব নিয়ে গেছে।
এই বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আহসানুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনগত ব্যবস্থা নেব।
বিডি প্রতিদিন/এ মজুমদার