কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেলপথ দিয়ে হেঁটে যাচ্ছিলের শিপন পাল (২৮)। এসময় রাজবাড়ী থেকে ভাঙ্গাগামী একটি ট্রেনের ধাক্কায় সে মারা যায়। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে শহরের বায়তুল আমান এলাকায়।
নিহত শিপনের বাড়ি বায়তুল আমান রেল লাইনের পাশে। শিপনের বাবার নাম মো. শাহজাহান পাল।
স্থানীয়রা জানান, শিপন কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে রেললাইনে হাঁটাচলা করছিল। এসময় ভাঙ্গাগামী একটি ট্রেন তাকে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে ঘটনাস্থলেই সে মারা যায়। শিপনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কোতোয়ালী থানার ওসি মোরশেদ আলম জানান, এ বিষয়ে একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/ আবু জাফর