গাজীপুরের কালিয়াকৈরে ইন্টারনেট সংযোগ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে বিদ্যুতের তারের স্পর্শে ইন্টারনেট কর্মী আলমগীর মৃত্যুবরণ করেন।
এলাকাবাসী জানান, কালিয়াকৈর উপজেলা চান্দরা এলাকায় ইসমাইল খান জুট মিলে ঘরের উপরের ইন্টারনেট লাইনের তার লাগানোর সময় বিদ্যুতায়িত হয়ে আলমগীর সাথে সাথেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস লাশটি উদ্ধার করেছেন। আলমগীর চান্দরা এলাকার ইন্টারনেট লাইনের কাজ করতেন।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম জানান, 'লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।'
বিডি প্রতিদিন / অন্তরা কবির