১৫ ফেব্রুয়ারি, ২০২১ ১০:৩২

টেকনাফে অপহৃত রোহিঙ্গাকে উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

টেকনাফে অপহৃত রোহিঙ্গাকে উদ্ধার

কক্সবাজারের টেকনাফে সন্ত্রাসীদের হাতে অপহৃত জাফর আহমেদ (৩৫) নামে এক রোহিঙ্গাকে উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। গতকাল রবিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে টেকনাফের ২৫ নম্বর লেদা ক্যাম্প সংলগ্ন পাহাড় থেকে তাকে উদ্ধার করা হয়।

অপহৃত জাফর আহমেদ লেদা ক্যাম্পের ডি/১৫ ব্লকের খুইল্লা মিয়ার ছেলে। আজ সোমবার সকালে ১৬ এপিবিএন অধিনায়ক (পুলিশ সুপার) তারিকুল ইসলাম তারিক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, একদল অজ্ঞাতনামা সন্ত্রাসী গত শনিবার রাতে জাফর আহমেদকে তার ঘরে থেকে অপহরণ করে পার্শ্ববর্তী পাহাড়ের দিকে নিয়ে যায়। বিষয়টি তার স্বজনেরা এপিবিএনকে জানালে  আলীখালী এপিবিএন ক্যাম্পের সদস্যরা সম্ভাব্য সব স্থানে অভিযান পরিচালনা করে। অবশেষে রবিবার রাত ৯টার দিকে অপহৃত জাফর আহমেদকে উদ্ধার করে এপিবিএন ক্যাম্পে আনা হয়। ভিকটিমকে পরিবারের কাছে হস্তান্তর ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর