টেকনাফ মডেল থানা পুলিশের সাথে কমিউনিটি পুলিশিং ফোরা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার (১৪ ফেব্রুয়ারী) বিকালে থানার হলরুমে টেকনাফ মডেল থানা পুলিশের সহায়তায় ইউএন ওমেনের অর্থায়নে এবং একশনএইডের বাস্তবায়নে বাংলাদেশ পুলিশ এবং কমিউনিটি পুলিশিং ফোরা কমিটির উপজেলা ভিত্তিক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে একশনএইড বাংলাদেশ এ্যাডভোকেসি'র কো-অর্ডিনেটর এম খায়রুল বাসারের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল আলীম, পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. খোরশেদ আলম, উপ-পরিদর্শক মো. মাহাবুব মোরশেদ খান, নারী হেল্প ডেক্স অফিসার (উপ-পরিদর্শক) রোকসানা মোজ্জাফর।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউএন ওমেনের কমিউকেশন অফিসার মাহমুদুল করিম, উপজেলা কমিউনিটি পুলিশিং ফোরামের যুগ্ম সম্পাদক নুরুল হোসাইন, হ্নীলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, হোয়াইক্যং কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরী, সংবাদকর্মী আব্দুস সালাম ও সাদ্দাম হোসেন, বাহারছড়া কমিউনিটি পুলিশিং ফোরা কমিটির সদস্য দারুস সালাম নিশান, হ্নীলা কমিউনিটি পুলিশিং ফোরা কমিটির সদস্য জমিলা আক্তার, একশনএইডের ফিল্ড অফিসার নুরুল হক ও দেলোয়ার প্রমুখ।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ