চাঁদপুরের কচুয়ার বাচাঁইয়া বিল থেকে লাভলী আক্তার (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় গৃহবধূর স্বামী শাহাদাত হোসেনকে (২৮) পুলিশ আটক করেছে। নিহত লাভলী একই উপজেলার সহদেবপুর গ্রামের মোকশেদ আলীর মেয়ে।
সোমবার সকালে বাচাঁইয়া বিলের জমিতে কাজ করতে গিয়ে কয়েকজন কৃষক লাভলী আক্তারের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করেছে।
নিহত লাভলীর ভাই সাইফুল ইসলাম জানান, ৩ বছর আগে মনপুরা গ্রামের আব্দুল মান্নানের ছেলে শাহাদাতের সাথে তার বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা দুজনে ঢাকা রায়েরবাগ এলাকায় বসবাস করতেন। রবিবার সন্ধ্যায় পারিবারিক কাজে লাভলী আক্তার ঢাকা থেকে বাড়িতে রওনা হয়ে সন্ধ্যার পর নিখোঁজ হয়। সকালে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যার পর লাশ জমিতে রেখে গেছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছি। তবে গৃহবধূ হত্যার রহস্য উদঘাটনে চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এমআই