ময়মনসিংহের গফরগাঁওয়ে বাড়ির ভেতর টিউবওয়েলের পাশে গর্তের জমানো পানিতে পড়ে জান্নাতুল ফেরদৌসি কোমল নামে সাড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার বিকালে উপজেলার সালটিয়া ইউনিয়নের কালাইরপাড় হাজী বাড়িতে এ ঘটনাটি ঘটে।
জানা যায়, পৌর শহরের কোর্ট ভবন এলাকার দুবাইপ্রবাসী আম্মান মিয়ার কন্যা শিশু জান্নাতুল ফেরদৌসি কোমল আজ সোমবার সকালে তার মা শাহনাজ আক্তারের সাথে উপজেলার কালাইর পাড় গ্রামের নানু বাড়ি (হাজী বাড়ি) বেড়াতে যায়। দুপুরের পর জান্নাতুল ফেরদৌসি কোমল বাড়ির ভেতর উঠানে খেলতে থাকে। একপর্যায়ে সে টিউবওয়েলের পাশে পানি জমার জন্য খোড়া গর্তের পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ কোমলকে দেখতে না পেয়ে তার মাসহ বাড়ির লোকজন খোঁজাখুজি শুরু করেন। বিকাল সাড়ে ৩টার দিকে টিউবওয়েলের গর্তের পানিতে পড়ে থাকতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন