মুন্সীগঞ্জে দিন দিন করোনাভাইরাস প্রতিরোধ টিকা নিতে আগ্রহ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। জেলার গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে টিকা গ্রহীতাদের উপস্থিতি বেড়েছে। অনেক প্রবীণ স্বজনদের সঙ্গে এসে টিকা নিয়ে বলেছেন, প্রাণঘাতী এই ভাইরাস থেকে এখন নিরাপদ বোধ করছেন তারা।
এরই ধারাবাহিকতায় করোনা প্রতিরোধ টিকা নিলেন লৌহজং উপজেলা যুবলীগের অর্ধশতাধিক নেতৃবৃন্দ।
মঙ্গলবার দুপুরে জেলার লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই টিকা গ্রহণ করেন তারা। এর আগে করোনাকালীন সময় জীবনের ঝুঁকি নিয়ে লৌহজং উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মর্তুজা খানের নেতৃত্বে যুবলীগের এই গ্রুপটি করোনায় মৃত্যু প্রায় অর্ধশতাধিক লাশ দাফন করে।
এ ব্যাপারে সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ বলেন,জেলায় প্রথম ধাপে ৪৮ হাজার মানুষকে টিকার ডোজ দেওয়ার লক্ষ্যে টিকাদান কর্মসূচি জেলার সব কটি উপজেলায় একযোগে চলছে। দিনে দিনে টিকাদানে সাধারণ মানুষের আগ্রহও বাড়ছে।
বিডি প্রতিদিন/কালাম