মৃত শ্রমিক পরিবারের সদস্যদের মাঝে এককালিন অনুদানের নগদ অর্থ ও শ্রমিক সন্তানদের বিবাহ উপলক্ষে এককালিন নগদ অর্থ বিতরণ করেছে দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন।
এ সময় সর্বমোট ১৩ লক্ষ ৮৮ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে। এর মধ্যে মৃত ১০জন শ্রমিক পরিবারের সদস্যকে এককালিন ৫০হাজার টাকা করে মোট ৫ লক্ষ টাকা ও শ্রমিকদের সন্তানদের বিবাহ উপলক্ষে ৭৪ জন সদস্যকে জনপ্রতি ১২ হাজার টাকা করে ৮ লক্ষ ৮৮ হাজার টাকা এককালিন প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বেলা ১২টায় জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রমিক পরিবারের সদস্যদের মাঝে নগদ অর্থ তুলে দেন জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম রফিক ও সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি।
অনুষ্ঠানে জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মোঃ সাইফুর রাজ চৌধুরী, মোঃ তৈয়ব আলী, যুগ্ম সম্পদক সহ-সাধারণ সম্পাদক শেখ বাদশা, সাংগঠনিক সম্পাদক মোঃ সাহাবুব আলম, সহ-সাংগঠনিক সম্পদক মোঃ রমজান আলী, অর্থ সম্পাদক আব্দুস সামাদ আলী, সহ-সড়ক সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, দপ্তর সম্পাদক মো. রহিদুল ইসলাম রেজ, প্রচার সম্পাদক মোঃ জনি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেন মুসা, কার্যকরীসদস্য ফারুক আহম্মেদ, মোঃ নাসির হোসেন রত্ন, মোঃ নুর আলম শেখ আকালুসহ জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক ও বর্তমান কমিটির অন্যান্য সদস্য, বিভিন্ন স্ট্যান্ড কমিটির নেতৃবৃন্দ ও মৃত শ্রমিক পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/হিমেল