বগুড়ার ধুনট উপজেলায় হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় আওয়ামী লীগ নেতার দায়েরকৃত মামলায় যুবলীগ নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ধুনট উপজেলা যুবলীগের যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম ও দক্ষিণ অফিসারপাড়ার শহিদুল ইসলামের ছেলে জাহিদুল হাসান সনি।
সোমবার দিবাগত রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার সকালে তাদের থানা থেকে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের ২ মার্চ ধুনট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান ব্যক্তিগত কার্যালয়ে বসেছিলেন। আওয়ামী লীগের একদল নেতাকর্মী ওই কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও শরিফুল ইসলামের হাত-পা ভেঙে দেয়। এ ঘটনার দুদিন পর শরিফুল ইসলাম খান বাদী হয়ে ১৩জনের নামে ধুনট থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় সাইদুল ইসলাম ও জাহিদ হাসান সনি এজাহার নামীয় আসামী। তাদের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলামের দায়েরকৃত মামলায় সাইদুল ইসলাম ও জাহিদ হাসান সনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিলো। সোমবার দিবাগত রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার তাদের থানা থেকে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার