বগুড়ার জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূইয়া বিপিএম (বার) বলেছেন, অবাধ , সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের সব ধরনের প্রস্তুতি চলছে। যারা নির্বাচনে প্রভাব খাটিয়ে জিততে চান তারা মাথা থেকে সেটা ঝেড়ে ফেলে ভোটারদের সমর্থন আদায় করুন।
পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইনশৃখলাবাহিনী সংক্রান্ত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
বগুড়া জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বুধবার সকালে শহীদ টিটু মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, ইতোমধ্যে চিহ্নিত সন্ত্রাসীদের ধরতে অভিযান শুরু হয়েছে। পুলিশ সদর দপ্তর থেকে নির্দেশনা রয়েছে, নির্বাচনের দিন যারা বিশৃংখলা সৃষ্টি করতে পারে তাদেরকে এখনই গ্রেফতার করা। যে কোন মূল্যে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে।
রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম শাহ এর সভাপতিত্বে ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এএসএম জাকির হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউল হক।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ, সদর থানার ওসি হুমায়ুন কবীর, বিএনপির মেয়র প্রার্থী রেজাউল করিম বাদশা, আওয়ামী লীগের আবু ওবায়দুল হাসান ববি, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান আকন্দ, ইসলামী আন্দোলনের মাওলানা আব্দুল মতিনসহ কাউন্সিলর প্রার্থীরা বক্তব্য দেন। প্রার্থীরা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রশাসনকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এসময় তারা নিজ নিজ এলাকার নির্বাচনের পরিবেশ রক্ষায় প্রশাসনের সহযোগিতা চান।
বিডি প্রতিদিন/ফারজানা