ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বিপুল পরিমাণ গাঁজাসহ শরীফুল ইসলাম নামে এক যুবককে আটক করেছে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ। বুধবার উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া খেলার মাঠ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক শরীফুল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার কাঞ্চনপুর গ্রামের আব্দুর রউফের ছেলে।
পুলিশ জানায়, বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাকে সাড়ে ৮ কেজি গাঁজাসহ আটক করে। আটককৃত গাঁজার মূল্য পৌনে ২ লাখ টাকা বলে হাইওয়ে পুলিশ জানায়।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মো. সাখাওয়াত হোসেন বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টাপাড়া এলাকা থেকে শরীফুল ইসলামকে সাড়ে ৮ কেজি গাঁজাসহ আটক করা হয়েছে। দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই