রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে কবির প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং ‘কবি স্মরণ’ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টায় নগরীর জীবনানন্দ দাশ সড়কের জীবনানন্দ ভবনে জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখার উদ্যোগে কবি জীবনানন্দ দাশের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়।
জাতীয় কবিতা পরিষদ বরিশাল শাখার সাধারণ সম্পাদক পার্থ সারথির সঞ্চালনায় কবি জীবনানন্দ দাশের জীবন ও সৃষ্টি নিয়ে আলোচনা করেন কবি তপংকর চক্রবর্তী, কবি নজমুল হোসেন আকাশ, কবি আসমা চৌধুরী, সংস্কৃতিজন মুকুল দাশ, অধ্যাপক বিমল চক্রবর্তী ও ছড়াকার কাজী মকবুল হোসেন। জীবনানন্দ দাশের কবিতা আবৃত্তি করেন কবি কাজী সেলিনা ও কামরুন নাহার মুন্নি। স্বরচিত কবিতা পাঠ করেন সব্যশাচী সেনগুপ্ত, শোভন কর্মকার, রিয়াজ আহম্মেদ এবং আবদুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বরিশালে নিয়মিত জীবনানন্দ উৎসব পালনের জন্য জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার