ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পৌরসভা এলাকা থেকে ৮৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ জাহিদা বেগম (৫০) নামের এক নারীকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার ভোরে পৌরসভার কলেজপাড়া থেকে তাকে আটক করা হয়। আটককৃত জাহিদা বেগম কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামের মকছেদ বিশ্বাসের মেয়ে।
কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন কলেজপাড়া এলাকায় মাদক ক্রয়-বিক্রয় হচ্ছে। পরে সেখানে অভিযান চালিয়ে জাহিদা বেগমকে ৮৪ পিচ ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/কালাম