বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন, তার দেখে যাওয়া অসমাপ্ত স্বপ্ন বাস্তবে রূপ দিতে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈর্ষণীয় উন্নয়ন কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে বাংলাদেশে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, তা বিগত কোনো সরকারের আমলে সম্ভব হয়নি।
শুক্রবার জামালপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জামালপুর রেলওয়ে ওভারপাস নির্মাণ প্রকল্প বিষয়ে মতবিনিময় সভা ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী প্রমুখ। পরে রেলওয়ে ওভারপাস নির্মাণের জন্য অধিগ্রহণকৃত ক্ষতিগ্রস্ত ৪১ জন ভূমি মালিকের মাঝে ১৯ কোটি ৪৫ লাখ টাকার চেক বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার