রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার প্রবাহমান পদ্মা ও যমুনা নদীর মোহনা থেকে ১০ কেজি ওজনের একটি বড় সাইজের চিতল মাছ ধরা পড়েছে। মাছটি ১৩ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে বলে জানা গেছে।
আজ সোমবার ভোররাতে দৌলতদিয়া ব্যাপরীপাড়া এলাকার পদ্মানদী থেকে আলাআমিন হলদারের জালে চিতল মাছটি ধরা পড়ে। পরে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে বাবু সরদারের আড়তে মাছটি বিক্রির উদ্দেশ্যে আনলে ফেরিঘাটের স্থানীয় মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১৩০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন। মাছটি এক নজর দেখতে উৎসুক জনতা দৌলতদিয়া ৫ নম্বর ফেরীঘাটে এসে ভিড় করেন।
এ ব্যাপারে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছটি আমি ১৩০০ টাকা কেজি দরে মোট ১৩ হাজার টাকায় মাছটি ক্রয় করি। এখন মাছটি ১৩৫০ টাকা কেজি দরে বিক্রি করবো বলে বড় বড় ব্যবসয়ীদের সাথে মুঠোফোনে যোগাযোগ করছি।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, বর্তমানে পদ্মা নদীর যমুনার মোহনায় এখন প্রায়ই জেলেদের জালে বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত