বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য গোলাম মো. সিরাজ বলেন, আজ গণতন্ত্র ভূলুণ্ঠিত। মুক্তিযুদ্ধের চেতনা, একুশের চেতনা সবকিছুই ভূলুণ্ঠিত। তিনি বলেন, বাষট্টির আন্দোলনে আমরা শিক্ষার অধিকার পেয়েছিলাম। একাত্তরে অনেক শহীদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছিলাম। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ মিলনদের রক্তের বিনিময়ে পেয়েছিলাম গণতন্ত্র। যাদের রক্তের বিনিময়ে ভাষার অধিকার পেয়েছি, গণতন্ত্র পেয়েছি, তাদের শ্রদ্ধা জানাই। আজ দেশে গণতন্ত্র অনুপস্থিত।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বগুড়া জেলা বিএনপির উদ্দ্যোগে রবিবার রাতে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাড. সাইফুল ইসলাম, ফজলুল বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রেজাউল করিম বাদশা, আলী আজগর তালুকদার হেনা, জয়নাল আবেদীন চাঁন, ডা. শাহ মো. শাহজাহান আলী, এম আর ইসলাম স্বাধীন, এনামুল কাদির এনাম, কেএম খায়রুল বাশার, শেখ তাহা উদ্দিন নাইন, সহিদ উন নবী সালাম, শহিদুল ইসলাম বাবলু, মাফতুন আহম্মেদ খান রুবেল, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, বগুড়া জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা কৃষক দলের আহবায়ক আকরাম হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি আবু হাসান, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, মহিলা দল নেত্রী নাজমা আক্তারসহ নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আল আমীন