বিয়ের দাওয়া খেয়ে বাড়ি ফেরা হলো না নেত্রকোনার দুর্গাপুর উপজেলার সৌমিক আকঞ্জি (২৩) নামে এক যুবকের। রবিবার বিকালে উপজেলার গাভীনা গ্রামে কামরুল ইসলামের বাড়িতে দাওয়াত খাওয়ার পর বাড়ি ফেরার সময় রাস্তায় অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যায় তার মৃত্যু হয়।
সৌমিক দুর্গাপুর পৌরশহরের দক্ষিণভবানিপুর এলাকার অ্যাডভোকেট শাহনাজ আকঞ্জির ছেলে। তিনি উচ্চ মাধ্যমিক স্থরের শিক্ষার্থী ছিলেন। দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শামছুল আলম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, রবিবার বিকেলে মাকে সঙ্গে নিয়ে বন্ধুর বিয়ের দাওয়াতে গাভীনা গ্রামে যান সৌমিক। দাওয়াত খেয়ে বাড়ি ফেরার সময় তিনি হঠাৎ বমি করতে শুরু করেন। একপর্যায়ে বেশি অসুস্থ হয়ে গেলে দ্রুত স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ নুর এ আলম জানান, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহের দাফন সম্পন্ন হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই