পটুয়াখালীর কলাপাড়ায় গরু খোয়াড়ে দেওয়ায় শত্রুতামূলক এক কৃষকের শতাধিক লাউ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে।
রবিবার রাতে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের আরামগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ওই কৃষক থানায় অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী কৃষক মো. ছালাম ঘরামী জানান, তার বাড়িতে শতাধিক লাউয়ের চারা রোপণ করা হয়েছে। গাছগুলোতে লাউ ধরেছে। এসময় প্রতিবেশীর দুটি গরু গাছ নষ্ট করায় গরু দুটি স্থানীয় খোয়াড়ে দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিবেশী ওই ব্যক্তি লাউ ক্ষেত থেকে শতাধিক গাছ কেটে ফেলেছে।
কলাপাড়া থানার পুলিশ উপ-পরিদর্শক সুকন্ঠ দে জানান, কৃষক ছালাম ঘরামী থানায় অভিযোগ করেছেন। ঘটনাস্থলে তদন্তে পুলিশ পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই