নাটোরের লালপুর উপজেলায় ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলার গৌরীপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনের প্রথম অধিবেশনে ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম জয়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুল হক মুকুল, গোলাম কাওসার ও সাংগঠনিক সম্পাদক খাইরুল বাসার ভাদু প্রমুখ।
প্রথম অধিবেশন শেষে লালপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস্কেন্দার মির্জার সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। অধিবেশন শেষে সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সম্পাদকদের সর্বসম্মতিক্রমে আমিনুল ইসলাম জয়কে সভাপতি নির্বাচিত করা হয়।
সাধারণ সম্পাদক পদ স্থগিত রেখে ৬৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ঘোষণা করেন লালপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুল হক মুকুল।
ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আটজন সম্পাদক পদপ্রার্থী ছিলেন। সম্পাদক পদে সমন্বয় না হওয়ায় পদটি স্থগিত রাখা হয়।
বিডি প্রতিদিন/এমআই