টাঙ্গাইলের ঘাটাইলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পৃথক স্থানে নকল জর্দার কারখানা ও অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটার জন্য ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ইউএনও।
মঙ্গলবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঘাটাইলের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন কুমার সরকার।
ইউএনও জানান, ফসলি জমি থেকে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা হচ্ছে এ খবর পাওয়ার পর সকালে উপজেলার দিঘলকান্দি ও দেওলাবাড়িতে অভিযান চালানো হয়। এসময় মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জীবনে আর ভেকু দিয়ে মাটি কাটবে না এই মর্মে মুচলেকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়।
পরে দুপুর ২টার দিকে উপজেলার রৌহা গ্রামে অবৈধভাবে গড়ে তোলা এক জর্দা কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় নকল জর্দা তৈরির কাঁচামাল তামাক পাতার কুঁচি পুড়িয়ে দেওয়া হয় এবং কিছু উপাদান সংগ্রহ করা হয় বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এমআই