চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মজলুর রহমান ভোদু (২৫) নামে এক অটোরিকশা চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মজলুর রহমান ভোদু হচ্ছেন জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর গ্রামের আইনাল হকের ছেলে। বুধবার সকালে কানসাট ইউনিয়নের পুঁঠিমারি বিল হতে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার ওসি ফরিদ আহমেদ জানান, পুঁঠিমারি বিলের একটি ব্রিজের নিচে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে বেলা ১১টার দিকে ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধারসহ পাশের একটি রাস্তা হতে নিহত ভোদুর অটোটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ