২৭ ফেব্রুয়ারি, ২০২১ ২১:৫৯

গাবতলীতে পোশাককর্মীকে ধর্ষণের ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

গাবতলীতে পোশাককর্মীকে ধর্ষণের ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা

প্রতীকী ছবি

বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা বাজারের কাছে পোশাককর্মী ধর্ষণের ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার দুপুরে ওই নারী বাদী হয়ে গাবতলী মডেল থানায় মামলাটি দায়ের করেন।

বগুড়ার গাবতলী থানার পরিদর্শক (অপারেশন) লাল মিয়া মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, ধর্ষকদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান চালানো হচ্ছে।

আসামিরা হলেন-শিলদহবাড়ি পশ্চিমপাড়া গ্রামের বাবলু মোল্লার ছেলে হারুন মোল্লা (১৯), মজনু প্রামানিকের ছেলে রায়হান প্রামানিক (১৯), মতি মোল্লার ছেলে সবুজ মোল্লা (২২) ও আব্দুল লতিফ মোল্লার ছেলে তৌহিদ মোল্লা (২৩)।

মামলায় উল্লেখ করা হয়েছে, ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যা পৌনে ৭টার দিয়ে দুর্গাহাটা বাজারে স্বপন গার্মেন্টসে কাজ শেষে বাড়ি ফিরছিলেন স্বামী পরিত্যক্তা ওই নারী। পথে শিলদহবাড়ি এলাকার মোজাম মাস্টারের বাড়ির কাছে গেলে আসামিরা তার মুখ চেপে ধরে হাত-পা বেঁধে একটি বাঁশঝাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে।

পরে মামলার সাক্ষী সাকিলসহ অন্যান্যরা এসে তাকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেয়। এ ঘটনায় স্থানীয়ভাবে আপসের চেষ্টা করে না হওয়ায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে থানায় মামলা করেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর