৭ মার্চ, ২০২১ ১৯:২২

মাদারীপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে পিটিয়ে আহত

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে বিশ্ববিদ্যালয় ছাত্রীকে পিটিয়ে আহত

মাদারীপুর শহরের হরিকুমারিয়া এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে স্বর্ণা আক্তার নামে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত বিশ্ববিদ্যালয় ছাত্রীকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শহরের হরিকুমারিয়া এলাকার আলি নুর বেপারীর সাথে একই এলাকার মানিক হাওলাদারের জমিজমা নিয়ে দ্বন্দ্ব চলে আসছে। এই ঘটনার জের ধরে শনিবার দুপুরে ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে ছাত্রী স্বর্ণাকে মারধর করা হয়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

আহত স্বর্ণা জানান, আমাদের বাড়ির জমির মধ্যে দিয়ে দুটি রাস্তা করা হয়েছে। আরো একটি রাস্তার জন্য জমি দাবি করে মানিক হাওলাদার। আমার বাবা রাস্তা দিতে অস্বীকৃতি জানালে আমার বাবাকে মারধর করে। আমি ছাড়াতে গেলে আমাকেও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করেছে। আমি এর বিচার চাই।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান বলেন, মামলা হলে পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর