৯ মার্চ, ২০২১ ১১:২২

টেকনাফে বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারি নিহত

কক্সবাজার প্রতিনিধি

টেকনাফে বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারি নিহত

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ’র (বিজিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক কারবারি নিহত হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ৩ লাখ ৬০ হাজার ইয়াবা, দেশীয় আগ্নেয়াস্ত্র ও ধারালো কিরিচ উদ্ধার করে বিজিবি।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ফয়সাল হাসান খান।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানাতে না পারলেও লে. কর্নেল ফয়সাল হাসান খান বলেন, টেকনাফের নাফ নদীর নাজিরপাড়া পয়েন্ট দিয়ে একটি ইয়াবার বড় চালান প্রবেশ করবে এমন তথ্যে আজ ভোররাতে সেখানে অবস্থান নেয় বিজিবি সদস্যরা। তাদের অবস্থান টের পেয়ে মাদক কারবারিরা গুলি চালালে আত্মরক্ষার্থে বিজিবিও গুলি চালায়। পরে গোলাগুলি থেমে গেলে ৩ লাখ ৬০ হাজার ইয়াবা ও অস্ত্রসহ অজ্ঞাত দুই ব্যক্তির মরদেহ পাওয়া যায়। 

তিনি আরও জানান, লাশ উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। পরিচয় নিশ্চিতের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হবে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর