যশোর-বেনাপোল হাইওয়ের আমড়াখালি বিজিবি চেকপোস্ট এলাকা থেকে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করা হয়েছে। তার নাম আব্দুল ওহাব (৪০)। তিনি বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
গতকাল মঙ্গলবার বিকেলে যশোর-বেনাপোল আমড়াখালি বিজিবি চেকপোস্ট এলাকা থেকে তাকে আটক করে বিজিবি সদস্যরা।
এ ব্যাপারে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রেজা জানান, আটক আসামির বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা করা হয়েছে। পাশাপাশি তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর