জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জাতির শ্রদ্ধা ও ভালবাসার প্রতীক। তার প্রতি সেই শ্রদ্ধা ও ভালবাসার নিদর্শন হিসেবেই এই শস্যচিত্র তৈরী করা হয়েছে। দুই জাতের ধানের চারার মাধ্যমে ফসলি মাঠে ফুটে উঠেছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি। ইতিমধ্যে বিশ্বের সর্ববৃহৎ শস্যচিত্র হিসেবে গিনেস বুকে স্থান পেতে যাচ্ছে। ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর শ্রেষ্ঠ উপহার এটি। তাই এই শিল্পকর্মটি শেষ পর্যন্ত ভালভাবে টিকিয়ে রাখতে হবে।
শনিবার সন্ধ্যায় বগুড়ার শেরপুরে ‘শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদের প্রধান পৃষ্ঠপোষক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম এসব কথা বলেন।
উপজেলার নিভৃত পল্লী ভবানীপুর ইউনিয়নের বালেন্দা গ্রামে একশ’ বিঘা জমিতে গড়ে তোলা জাতির জনক বঙ্গবন্ধুর বিশ্বের সর্ববৃহৎ শস্যচিত্রের পাশেই বালেন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই আলোচনাসভার আয়োজন করা হয়।
বগুড়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান সাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ম. আব্দুর রাজ্জাক, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য হাবিবর রহমান, সংসদ সদস্য তানভীর শাকিল জয়, শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু বাস্তবায়ন কমিটির সদস্য সচিব কেএসএম মোস্তাফিজুর রহমান শ্যামল, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু, কেন্দ্রীয় নেতা শাহজালাল মুকুল, মনোয়ারুল ইসলাম বিপুল, ইঞ্জিনিয়ার কোবাদ হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন