'এগারো পেরিয়ে এক যুগে বাংলাদেশ প্রতিদিন' এই শ্লোগান নিয়ে টাঙ্গাইলে পালিত হয়েছে ১১ বর্ষপূর্তি ও ১২ তে পর্দাপণ অনুষ্ঠান।
আজ সোমবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাব অডিটরিয়ামে কেক কাটা অনুষ্ঠানের উদ্বোধন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এডভোকেট জাফর আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি ও বাংলাদেশ প্রতিদিনের টাঙ্গাইল প্রতিনিধি মো. নাসির উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, 'বাংলাদেশ প্রতিদিন বাংলাদেশে মিডিয়ার ইতিহাসে নজিরবিহীন সফলতা দেখিয়েছে। এত অল্প সময়ে কোন পত্রিকা এত পাঠক জনপ্রিয়তা অর্জন করতে তা বাংলাদেশ প্রতিদিনই প্রমাণ করেছে। করোনা লকডাউনের মধ্যেও বাংলাদেশ প্রতিদিন তাদের সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছে।'
বিডি প্রতিদিন / অন্তরা কবির