দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের একযুগ পদার্পণ অনুষ্ঠান চাঁপাইনবাবগঞ্জে উদযাপিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে আজ সকাল সাড়ে ১০টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
পত্রিকাটির জেলা প্রতিনিধি ও জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. রফিকুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রুহুল আমিন, সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য মোঃ আব্দুল ওদুদ, জেলা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ডাবলু কুমার ঘোষ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, দৈনিক চাঁপাই দর্পণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ, সাবেক সাধারণ সম্পাদক ফাইজার রহমান কনক, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক লেনিন প্রামাণিক, তরুণ নারী উদ্যোক্তা নাজনীন ফাতিমা জিনিয়া প্রমুখ।
শেষে অতিথিবৃন্দ কেক কাটেন। এসময় ডিবিসি টিভির জহুরুল ইসলাম, যমুনা টিভির মনোয়ার হোসেন জুয়েল, একাত্তর টিভির এসকে রোকন, বিজয় টিভির নাদিম হোসেন, গাজী টিভির আশরাফুল ইসলাম, থিয়েটারের সাধারণ সম্পাদক শাহজাহান প্রামাণিকসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মী, বীর মুক্তিযোদ্ধা ছাড়াও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার