নীলফামারীতে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জন্মদিন উপলক্ষে সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমির হল রুমে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বাংলাদেশ প্রতিদিনের নীলফামারী জেলা প্রতিনিধি আবদুল বারীর সঞ্চালনায় বক্তৃতা দেন নীলফামারী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরমেয়র দেওয়ান কামাল আহমেদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, জেলা কালচারাল অফিসার কেএম আরিফুজ্জামান, জেলা আওয়ামী লীগের অর্থসম্পাদক আলহাজ্ব মিজানুর রহমান, জেলা ছাত্রলীগ সভাপতি মনিরুল হাসান শাহ্ আপেল, সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি সজল কুমার ভৌমিক, নীলফামারী সদর উপজেলার স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মিনাল কান্তি রায়, সাপ্তাহিক নীলচোখ পত্রিকার সম্পাদক মোস্তাফিজুর রহমান সবুজ, মশিউর রহমান ডিগ্রী কলেজ এর প্রভাষক ফারহানা ইয়াছমিন ইমু, পৌর সুপারমার্কেট এর সভাপতি হোসেন খান মানিক, সাংবাদিক দীপক আহমেদ, সাংবাদিক নূর আলমসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, নির্ভরযোগ্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মধ্য দিয়ে সকল মানুষের আস্থার জায়গায় পরিণত হয়েছে বাংলাদেশ প্রতিদিন। তাই বাংলাদেশ প্রতিদিনের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন তারা।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ