দিনাজপুরে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। সোমবার বেলা ১১টায় দিনাজপুর প্রেস ক্লাব কনফারেন্স রুমে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সফলতা কামনা করে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংসদ মনোরঞ্জনশীল গোপাল, দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু, সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাংবাদিক আবুল কাসেম ও বাংলাদেশ প্রতিদিনের দিনাজপুর প্রতিনিধি রিয়াজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠান চলাকালে দিনাজপুর সদরের দক্ষিণ কোতয়ালীর বাংলাদেশ প্রতিদিনের এক ভক্ত শিক্ষা পদক প্রাপ্ত ফারুক হোসেন, ঈদগাহ বালিকা উচ্চ বিদ্যালয়, তরুণ উদ্যোক্তা মোসাদ্দেক হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত হয়ে বাংলাদেশ প্রতিদিনকে শুভেচ্ছা জানিয়েছেন।
এছাড়াও স্থানীয় পত্রিকার দিনাজপুরের কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা, বন্ধু প্রতিদিন জেলা কমিটির নেতৃবৃন্দসহ রাজনৈতিক-সামাজিক, কবি-সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই