ঝালকাঠিতে বাংলাদেশ প্রতিদিন এক যুগে পদার্পণ অনুষ্ঠান উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ১৫ মার্চ সকাল ১০টায় ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি কার্যলয়ে কেক কেটে ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ প্রতিদিনের ঝালকাঠি প্রতিনিধি এস এম রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী।
বিশেষ অতিথি ছিলেন ঝালকাঠি পৌর মেয়র লিয়াকত আলী তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর হাফিজ আল মাহমুদ। বক্তব্য রাখেন টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক শফিউল আজম টুটুল ও যুবলীগ নেতা মাইনুল ইসলাম।
উপস্থিত ছিলেন ঝালকাঠি রিপোটার্স ইউনিটির সভাপতি তালুকদার আল আমিন, জাতীয় সাংবাদিক সংস্থার জেলা সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, যুবলীগ নেতা শফিকুল ইসলাম, সাংবাদিক রুহুল আমিন রুবেল, এইচ এম গিয়াস উদ্দিনসহ সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বাংলাদেশ প্রতিদিনের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য ধন্যবাদ ও শুভ কামনা জানান।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ