ঝিনাইদহের হরিণাকুন্ডুতে কলেজছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি আবু সোমাকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার ভোররাতে কুষ্টিয়ার চিথলিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার কামাল উদ্দিন জানান, হরিণাকুন্ডুর হাজী আরশেদ আলী কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি আবু সোমা চিথলিয়া গ্রামে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।
গত ১৮ ফেব্রুয়ারি হরিণাকুন্ডুর বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের বাগানে ওই কলেজ ছাত্রীকে ধর্ষণ করে আবু সোমা। এ ঘটনায় তার পিতা বাদী হয়ে ২ সহযোগিসহ আবু সোমার নাম উল্লেখ করে হরিণাকুন্ডু থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ