ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান-ট্রাকের মুখোমুখী সংঘর্ষে আমিনুল ইসলাম নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে মহাসড়কের মিরসরাই এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিনুলের গ্রামের বাড়ি বগুড়ায়।
ফায়ার সার্ভিস মিরসরাই স্টেশনের কর্মকর্তা ইমাম হোসেন বলেন, মঙ্গলবার ভোর রাতে কাভার্ড ভ্যান ও ট্রাকের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে আমিনুল হক নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন ট্রাক চালক।
বিডি প্রতিদিন/আল আমীন