গাজীপুরের টঙ্গী গুটিয়া এলাকায় তুরাগ নদের শাখা নদ থেকে শুক্রবার সন্ধ্যায় অজ্ঞাত (৩০) এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। কে বা কারা দুই তিন দিন আগে মেরে ওই যুবককে নদে ফেলে রাখে। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় একটি হত্যা মামলা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সন্ধ্যায় গুটিয়া এলাকায় তুরাগ নদের শাখা নদে ওই যুবকের লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে গাজীপুর মর্গে প্রেরণ করেন। এ ব্যাপারে পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহ-আলম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের গায়ে আঘাতের চিহৃ রয়েছে। ধারনা করা হচ্ছে কে বা কারা তাকে হত্যা করেছে।
বিডি প্রতিদিন/আল আমীন