‘মাস্ক পরার অভ্যাস, করোনা মুক্ত বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে কোভিড-১৯ দ্বিতীয় ধাপ মোকাবিলায় দেশব্যাপী বাংলাদেশ পুলিশের উদ্যোগে করোনাভাইরাস মোকাবিলায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও জনসচেতনতায় লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় এ কর্মসূচির উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার খন্দকার লুৎফুল কবির।
এ সময় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. বরকতুল্লাহ খান, উপকমিশনার (অপরাধ উত্তর) জাকির হাসান, উপকমিশনার (সদর দপ্তর) তানভীর মমতাজ, উপকমিশনার (সিটি এসবি) হুমায়ূন কবীর, উপকমিশনার (অপরাধ দক্ষিণ) ইলতুৎমিশ, উপকমিশনার (ট্রাফিক) আব্দুল্লাহ আল মামুন, উপকমিশনার (লজিস্ট্রেক) ফারজানা ইসলাম, বাসন থানার ওসি কামরুল ফারুক উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন