বরিশালে বিশ্ব আবহাওয়া দিবস উপলক্ষে আলোচনা সভা এবং আবহাওয়া পরিমাপক যন্ত্রপাতি পরিচিতিকরন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বরিশাল আবহাওয়া অফিস কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন বরিশাল আবহাওয়া অফিস কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহম্মেদ হাওলাদার এবং জ্যেষ্ঠ পর্যবেক্ষক আনিছুর রহমান সহ অন্যান্যরা।
সভায় বক্তারা বলেন, ঘূর্ণিঝড়ের জন্য এখন যে ১০টি সতর্ক সংকেত ব্যবস্থা আছে, তা সহজভাবেই মানুষের কাছে উপস্থাপন করা যাচ্ছে। সংকেতগুলো দিয়ে কি বোঝানো হচ্ছে, মানুষের কাছে তা স্পষ্ট।
তারা বলেন, পূর্বাভাস প্রচারে যুগান্তকারী পরিবর্তন এনেছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। এর কল্যাণেই এখন ঘূর্ণিঝড় ও আকস্মিক বন্যা দেখা দেওয়ার আগেই সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে। ফলে ঘূর্ণিঝড় ও বন্যায় মৃতের হার আগের তুলনায় অনেক কমে গেছে। সভার পর আগ্রহী জনগনকে আবহাওয়া পরিমাপক যন্ত্রপাতির সাথে পরিচিতি করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার