করোনাভাইরাস প্রতিরোধে টাঙ্গাইলে বিনামূল্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও মাইকিং করা হয়েছে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) সকালে জেলা পুলিশ, উপজেলা প্রশাসন ও সদর উপজেলা পরিষদের যৌথ উদ্যোগে শহরের বাসস্ট্যান্ড নিরালার মোড়সহ গুরত্বপূর্ণ এলাকায় মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। পাশাপাশি গণপরিবহণ গুলোতে জীবানুনাশক দিয়ে স্প্রে করা হয়।
এসময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান আনছারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন প্রমুখ। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মাইকিং করা হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত