যশোরের মণিরামপুর উপজেলার কুচলিয়া গ্রামের একটি মাছের ঘের থেকে দেবি টিকেদার (৩৬) নামে এক গৃহবধূর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। দেবি টিকেদার কুচলিয়া গ্রামের পিযুষ টিকেদারের স্ত্রী। সোমবার সকালে এ গ্রামের মুকুন্দ সরদারের মাছের ঘেরের পাড় থেকে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহের বুক, থুতনি ও হাঁটুতে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। ধর্ষণের পর তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, পিযুষ টিকেদার ও দেবি টিকেদারের ১২ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। শনিবার রাত থেকে দেবি টিকেদার নিখোঁজ ছিলেন। সোমবার সকাল সাতটার দিকে বাড়ির কাছেই একটি মাছের ঘেরের পাড়ে দেবি টিকেদারের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন।
মণিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) শিকদার মতিয়ার রহমান বলেন, দুর্বৃত্তরা ওই গৃহবধূকে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে। মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে যে মৃত্যুর আগে তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন কি না। তিনি বলেন, পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে, তবে সোমবার দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ