সারাদেশের মতো মাগুরাতেও করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় জেলা ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে।
আজ শনিবার সকালে মাগুরা শহরের ৩টি প্রবেশ মুখে অবস্থান নিয়ে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। যারা মাস্ক পরিহিত অবস্থায় শহরে প্রবেশ করেছে তাদের ধন্যবাদ জানিয়ে উপহার হিসেবে ১ প্যাকেট বিস্কুট দেয়া হয়।
জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমানের নেতৃত্বে শহরের চৌরঙ্গী মোড়ে, শেখ মেহেদী হাসান সালাউদ্দিনের নেতৃত্বে ভায়না মোড়, জেলা ছাত্রলীগের সভাপতি মীর মেহেদী হাসান রুবেল ও সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তার নেতৃত্বে ঢাকা রোড এলাকায় এসব বিতরণ করা হয়।
জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান জানান, মাগুরাতেও করোনার সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়েছে। আগামীতেও এ কার্যক্রম অব্যহত থাকবে।
বিডি প্রতিদিন/ফারজানা